Wellcome to National Portal
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

জেলা শিক্ষা অফিস, ফরিদপুর এর কার্যক্রম সৃষ্টিলগ্ন হতে চৌরঙ্গী মোড় (অম্বিকা ময়দান সংলগ্ন), ঝিলটুলী, ফরিদপুরে একই ভবনে মহকুমা ও শিক্ষা অফিস হিসেবে পরিচালিত হয়ে আসছিল। স্বাধীনতার পর প্রাথমিক শিক্ষা জাতীয়করণের ফলে প্রাথমিক ও মাধ্যমিক দুটি আলাদা অফিস হিসেবে এখানে কার্যক্রম পরিচালিত হয়। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প Secondary Education Sector Improvement Project (যার ফলোআপ বর্তমান প্রকল্প Secondary Education Sector Development Project)-এর অর্থায়নে ২০০৫ খ্রিষ্টাব্দে ২নং হাবেলী গোপালপুরে (জিলা স্কুলের পেছনে রেল স্টেশন সংলগ্ন) বর্তমান নয়নাভিরাম তিন তলা ভবনে স্থানান্তরিত হয়। এর নীচতলায় শিক্ষা প্রকৌশল কার্যালয় এবং দ্বিতীয় তলায় জেলা শিক্ষা অফিসার, সহকারী জেলা শিক্ষা অফিসার, একজন সহকারী পরিদর্শক ও অফিস সহকারীগণের বসার কক্ষ রয়েছে। এছাড়া তৃতীয় তলায় EMIS সেল, অবশিষ্ট সহকারী পরিদর্শক ও গবেষণা কর্মকর্তার বসার কক্ষ এবং এক শয্যাবিশিষ্ট দু’টি বিশ্রাম কক্ষ রয়েছে।